Sunday, December 21

বিনোদন

দেখুন ‘ধুরন্ধর’ খ্যাত সারা অর্জুনের ১০টি ভাইরাল লুক

অভিনয়ের পাশাপাশি, সারা অর্জুন মডেলিং দুনিয়াতেও পরিচিত একটি নাম। মাঝে মাঝেই সমাজমাধ্যমে গ্ল্যামারাস লুকে তিনি ধরা দেন তাঁর অনুরাগীদের কাছে।
দেখুন 'ধুরন্ধর' খ্যাত সারা অর্জুনের ১০টি ভাইরাল লুক
সারা অর্জুনের ১০টি ভাইরাল লুক। ছবি- এক্স।

সারা অর্জুনের ১০টি ভাইরাল লুক

ক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে আদিত্য ধর পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলার ছবি ধুরন্ধর। তুমুল অ্যাকশন থেকে শুরু করে ছবির প্লট, সাসপেন্স এবং তারকাদের অসাধারণ অভিনয় দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। পাশাপাশি, ছবিতে রণবীরের বিপরীতে সারা অর্জুনের অভিনয়ও যথেষ্ট প্রশংসা পেয়েছে। সারা অর্জুন প্রসিদ্ধ অভিনেতা রাজ অর্জুনের কন্যা। ছোটবেলা থেকেই সারা অভিনয়ে তাঁর প্রতিভার পরিচয় দিয়েছেন। ধুরন্ধর-এ যোগ দেওয়ার আগে ‘দেইবা থিরুমাগাল’, ‘পোন্নিয়িন সেলভান পার্ট ১’, ‘সান্ড কি আঁখ”-এর মত প্রায় ২০টি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। তার মধ্যে ‘দেইবা থিরুমাগাল’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়।

সারা অর্জুনের ১০টি ভাইরাল লুক

 

ধুরন্ধর ছবিতে সারা অর্জুন এবং রণবীর সিংয়ের অনস্ক্রিন রসায়ন অনুরাগীদের প্রশংসা পেয়েছে। এই জুটির মধ্যে বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক দানা বাঁধলেও সে বিতর্ক নিয়ে তখন তাঁরা মুখ খোলেননি কেউই। ছবি মুক্তি পাওয়ার পর, ধুরন্ধর-এর সাফল্য যখন একে একে উন্মোচিত হচ্ছে, তখন সারা একটি আবেগঘন পোস্টে রণবীরের ভূয়সী প্রশংসা করেছেন। ছবিতে তাঁরা দুজনেই অসাধারণ অভিনয় করেছেন। রইল ধুরন্ধর থেকেই এই জুটির ৩টি বিশেষ মুহূর্তের ছবি-

 

 

 

অভিনয়ের পাশাপাশি, সারা অর্জুন মডেলিং দুনিয়াতেও পরিচিত একটি নাম। মাঝে মাঝেই সমাজমাধ্যমে গ্ল্যামারাস লুকে তিনি ধরা দেন তাঁর অনুরাগীদের কাছে। অভিনয়ের মত ফোটোশ্যুটেও তিনি সাবলীল এবং সমান আত্মবিশ্বাসী। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যাও নেহাৎ কম নয়। ধুরন্ধর ছবিতে তাঁর লুক সামনে আসার পর থেকে বলিউডের এই গ্ল্যামার কন্যাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দেখুন সাম্প্রতিককালে শেয়ার করা সারা অর্জুনের সেরকমই ৭টি গ্ল্যামারাস লুকের ছবি।

 

 

 

 

 

 

 

ছবি– ইনস্টাগ্রাম

আরও পড়ুন – ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি নেটফ্লিক্স-এর দখলে গেলে কি কি হতে পারে?

 

ফলো করুণ-