Thursday, November 27

বিনোদন

৫টি নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে এই নভেম্বরে, দেখুন তালিকা

নভেম্বরের হালকা শীতের সঙ্গেই শুরু হচ্ছে দর্শকদের প্রিয় “বিঞ্জ-ওয়াচিং”-এর মরসুম। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ।
৫টি নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে এই নভেম্বরে, দেখুন তালিকা
৫টি নতুন ওয়েব সিরিজ এই নভেম্বরেই। গ্রাফিক- সিবুলেটিন ডট কম।

নতুন ওয়েব সিরিজ

ৎসবের মরশুম আপাতত শেষ। ইচ্ছে না থাকলেও আবার সেই ফিরতে হচ্ছে একঘেয়েমি ছন্দে। তবে এর মধ্যেও অবসর সময় কাটানোর জন্য আছে নানান বিনোদনের মাধ্যম। যেমন এই নভেম্বরেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ। তাই নভেম্বরের হালকা শীতের সঙ্গেই শুরু হচ্ছে দর্শকদের প্রিয় “বিঞ্জ-ওয়াচিং”-এর মরসুম।

এই মাসের প্রথম সপ্তাহ থেকেই একাধিক প্রতীক্ষিত সিরিজ মুক্তি পাচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। যার মধ্যে রয়েছে রাজনৈতিক থ্রিলার, পারিবারিক নাটক, অতিপ্রাকৃতিক রহস্য, এমনকি ঐতিহাসিক অপরাধকাহিনীও। দর্শকের প্রত্যাশা, কৌতূহল আর বিনোদনের রস মিশে নভেম্বরকে করে তুলেছে একেবারে সিরিজপ্রেমীদের মাস।

চলুন দেখে নেওয়া যাক এই নভেম্বরে ওটিটিতে মুক্তি পাচ্ছে কোন কোন নতুন ওয়েব সিরিজ।

দিল্লি ক্রাইম সিজন ৩ (Netflix | 13 নভেম্বর)

প্রথম সিজন থেকেই দর্শকদের তুমুল প্রশংসা কুড়িয়েছিল দিল্লি ক্রাইম। তবে এর সিজন থ্রি নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। প্রথম সিজনের গল্প ছিল দিল্লির ধর্ষণ কাণ্ডকে ঘিরে। দ্বিতীয় সিজনেও দর্শক দেখেছিল অপরাধ ও নৈতিকতার সংঘাত। আর এবার দিল্লি ক্রাইম এর তৃতীয় সিজনে গল্প মোড় নিচ্ছে একেবারে অন্য দিকে। জানা যাচ্ছে, এই সিজনে মানবদেহের অঙ্গ পাচারের ভয়ঙ্কর জগতকে দেখানো হবে। সিরিজে শেফালি শাহ আবারও ফিরছেন তাঁর জমজমাট চরিত্রে। তবে এবার তাঁকে মোকাবিলা করতে দেখা যাবে হুমা কুরেশির মতো খলচরিত্রকে। সমাজের কঠিন বাস্তবতা ও মানবিক দ্বন্দ্বের গল্পে আবারও গা শিউরে উঠবে দর্শকদের।

দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩ (Amazon Prime Video | ২১ নভেম্বর)

মনোজ বাজপেয়ীর অনবদ্য অভিনয়ে সিজন ১ ও ২ দর্শককে মুগ্ধ করেছিল। এবার আরও বড় পরিসর, আরও জটিল রাজনৈতিক প্রেক্ষাপট এবং পারিবারিক আবেগের নতুন মোড় নিয়ে ফিরছে দ্য ফ্যমিলি ম্যান সিজন থ্রি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নভেম্বরের শেষ ভাগে মুক্তি পাচ্ছে এই সিজন। দর্শকদের মতে, এটি হতে পারে বছরের সেরা ভারতীয় স্পাই থ্রিলার।

বারামুল্লা (Netflix | ৭ নভেম্বর)

কাশ্মির উপত্যকার প্রেক্ষাপটে নির্মিত এক অতিপ্রাকৃতিক রহস্যগল্প হল বারামুল্লা। এক নিখোঁজ শিশুর সন্ধানে এক পুলিশ অফিসার যখন তল্লাশি শুরু করেন, তখনই খুলে যায় একের পর এক গোপন অধ্যায়। বাস্তব ও অবাস্তবের সীমারেখা মিলেমিশে যায় এই গল্পে।
মানব কৌল অভিনীত এই সিরিজটি নাকি ভয়, রহস্য ও আবেগের এক অদ্ভুত সংমিশ্রণ হতে চলেছে।

ডেথ বাই লাইটনিং (Netflix | ৬ নভেম্বর)

১৮৮১ সালের আমেরিকার প্রেসিডেন্ট জেমস গারফিল্ডের হত্যাকাণ্ড ছিল মার্কিন রাজনৈতিক ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায়। সেই সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ক্রাইম থ্রিলার সিরিজটি দর্শককে নিয়ে যাবে রাজনৈতিক ষড়যন্ত্র, ক্ষমতার লোভ এবং প্রতিশোধের আঁধারে।
পিরিয়ড ড্রামা ঘরানার এই সিরিজে ইতিহাসের সঙ্গে উত্তেজনার যোগসাজশ এক নতুন মাত্রা এনে দেবে বলে মনে করছেন সমালোচকেরা।

স্ট্রেঞ্জার থিংস সিজন ৫ (Netflix | ২৬ নভেম্বর)

দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজের অন্তিম অধ্যায় হল স্ট্রেঞ্জার থিংস সিজন ৫। আগের চারটি সিজনের পর এই সিরিজ নিয়ে দর্শককূলের প্রত্যাশা একেবারে তুঙ্গে। এই চূড়ান্ত সিজনে শেষ হতে চলেছে হকিন্স শহরের রোমাঞ্চকর অলৌকিক কাহিনি।
ভক্তরা নাকি বলছেন, আগে যেমন তারা এই সিরিজ দেখে আবেগে ভেসেছিলেন, এবারেও তারা প্রস্তুত অসাধারণ একটি সমাপ্তির সাক্ষী হতে।

ফলো করুণ-