২০২৫ সালের সবচেয়ে বড় হিট ছবি
২০২৫ সালে বক্সঅফিসে তুমুল সাফল্য পেয়েছে একাধিক ছবি। ‘ধুরন্ধর’, ‘ছাবা’, ‘সাইয়ারা’ কিম্বা ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর মত বিগ বাজেটের ছবি এবছর বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ভেঙেছে একের পর এক রেকর্ড। বক্স অফিস কালেকশনের নিরিখে এইসব ছবি টেক্কা দিয়েছে বহু ছবিকে। কিন্তু, এই সিনেমাগুলোর মধ্যে কোনো ছবিই এবছরের সেরার সেরা হয়ে উঠতে পারেনি। কারণ, ২০২৫ সালের সবচেয়ে বড় হিট ছবি এগোলোর মধ্যে কোনোটিই নয়। সেই বিরল কৃতিত্বের অধিকারী হয়েছে মাত্র ৫০ লক্ষ টাকায় নির্মিত একটি ছোট গুজরাটি ছবি। তারকাবিহীন এই ছবিটির নাম ‘লালো কৃষ্ণ সদা সহায়তে’। সম্প্রতি ছবিটির একটি হিন্দি ডাবিং ভার্সনও রিলিজ করা হচ্ছে।
সবচেয়ে বেশি মুনাফা আয়ের নিরিখে গুজরাটি ভক্তিমূলক এই ছবি এবছর সব ছবিকে টেক্কা দিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে বছরের সবচেয়ে বড় হিট ছবি এটিই। শুধু তাই নয়, ছবিতে কোনও বড় অভিনেতা-অভিনেত্রী না থাকা সত্ত্বেও এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী গুজরাটি চলচ্চিত্রের তকমা পেয়েছে। বক্স অফিসে এযাবৎ ১২০ কোটি টাকা আয় করে এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে লাভজনক চলচ্চিত্র হয়ে উঠেছে। এই ছবির লভ্যাংশ অবাক করার মত, প্রায় ২৪০০০ শতাংশ। যেখানে ধূরন্ধরের মুনাফা সেই তুলনায় মাত্র ৬৮০ শতাংশ। বলিউড ইন্ডাস্ট্রিতে কেবল সাইয়ারা হল একমাত্র ছবি যা এবছর ১৩৫০ শতাংশ মুনাফা ফিরিয়ে দিতে পেরেছে।
View this post on Instagram
A post shared by “Laalo” Shree Krishna Sada Sahaayate (@laalothefilm.official)
‘লালো কৃষ্ণ সদা সহায়তে’ ছবিটির পরিচালনা করেছেন অঙ্কিত সাখিয়া। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রীভা রাছ, শ্রুহাদ গোস্বামী, করণ জোশী এবং মিষ্টি কাদেচা প্রমুখরা। ছবির গল্পের নেপথ্যে রয়েছে একজন রিকশা চালক। একটি ফার্মহাউসে আটকে পড়ে সে ঈশ্বরের দর্শনলাভ করে এবং সেসময় সে তাঁর অতীতের পিশাচদের সম্মুখীন হয়।
আরও পড়ুন – প্রকাশ্যে ‘এলিজাবেথ’ চরিত্রে হুমা কুরেশির টক্সিক লুক
আরও পড়ুন – ছবি বাছাইয়ে তাক লাগানোর মত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী


