অষ্টমী ও সন্ধিপূজার সময় ও মাহাত্ম্য
বাঙ্গালীর হৃদয়ের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে শারদীয়া দুর্গোৎসব। দেবী দুর্গার আবহন থেকে শুরু করে দেবীর বিসর্জন পর্যন্ত চলে এই উৎসব। এই কটা দিনের পূজা-পার্বণ, আচার-অনুষ্ঠানকে ঘিরে বাঙালির আবেগের শেষ নেই। প্রতি বছরই পঞ্জিকা অনুসারে ঠিক হয় পূজার দিনক্ষণ বা সময়সূচী। ইতিমধ্যে ২০২৫ সালের অষ্টমীপূজা ও সন্ধিপূজার সময়সূচি নির্ধারিত হয়েছে। পঞ্জিকা অনুযায়ী ভক্তদের সুবিধার্থে জন্য রইল তার পূর্ণাঙ্গ নির্ঘণ্ট ও মাহাত্ম্য।
১৪৩২ সনের (২০২৫ সাল) শারদীয়া দুর্গোৎসবের অষ্টমীপূজার সময়
মহাষ্টমী : ১৩ আশ্বিন, ৩০ সেপ্টেম্বর ( মঙ্গলবার )
দুর্গাঅষ্টমীর তিথি থাকবে দুপুর ১:৪৫ পর্যন্ত। শ্রী শ্রী দেবী দুর্গার মহাষ্টম্যাদিকল্পারম্ভ। এই দিন মহাষ্টমীর ব্রতোপবাস।
অষ্টমী পূজার মাহাত্ম্য
দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধরা হয় অষ্টমী তিথিকে। এই দিন দেবী দুর্গাকে মহিষাসুরমর্দিনী রূপে আহ্বান করা হয়। এই দিনের মূল আকর্ষণ হল অষ্টমীর অঞ্জলী। এই দিন সপরিবারে মিলিত হয়ে পরিবার-পরিজন, সমাজের সর্ব স্তরের মানুষ দেবীর চরণে ফুল অর্পণের মধ্য দিয়ে দেবীর আরাধনা করে থাকেন।
পঞ্জিকার মতে এবারের অষ্টমীর অঞ্জলীর বিশেষ সময় সকাল ৮ টা ২৯ মিনিট থেকে সকাল ৯টা ২৮ মিনিট পর্যন্ত। যদিও এই দিন মন্ডপে মন্ডপে একাধিক বার অঞ্জলী দেওয়া হয়, কিন্তু এই সময়টা শুভক্ষণ হিসেবেই ধরা হয়।
সন্ধিপূজার সময়সূচী ২০২৫
অষ্টমী তিথী ও নবমী তিথীর সন্ধিক্ষণেই অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। সন্ধিপূজা বলতে বোঝায় বলিদান, অঞ্জলি, মায়ের উদ্দেশ্যে ১০৮ পদ্ম অর্পণ আর ১০৮ প্রদীপ প্রজ্বলন।
এবছর সন্ধিপূজার নির্দিষ্ট সময়সীমা হল দুপুর ১টা ২১ মিনিট থেকে ২টা ০৯ মধ্যে। এই ক্ষণিক সময়ই কেই পবিত্র হিসেবে ধরা হয়। অষ্টমীর শেষ ছাব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট- এই মোট আটচল্লিশ মিনিটের মধ্যে হয় সন্ধিপূজা।
সন্ধিপূজার মাহাত্ম্য
সন্ধিপূজার মাহাত্ম্য নিয়ে নানান বিশ্বাস রয়েছে। পুরাণ মতে এই শুভক্ষণেই দেবী চামুণ্ডা রূপে আবির্ভূত হয়ে চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বিনাশ করেছিলেন। রামায়ন অনুসারে অষ্টমী ও নবমীর এই সন্ধিক্ষণে রাবণের দশমুন্ড ছিন্ন করেছিলেন রামচন্দ্র। বৃহদ্ধর্মপুরাণ মতে অষ্টমী-নবমীর সন্ধিকালের এই পূজা এক বছরের পূজার সমান। অর্থাৎ দেবীর এক বছরের পূজায় যে ফললাভ হয়, সন্ধির অষ্টমীভাগের পূজাতেই সেই ফললাভ করা যায়। আর নবমী ভাগে পূজা করলে এক কল্পকালের তুল্য ফললাভ হয়। সন্ধিপুজা তাই দুর্গাপূজার মাহেন্দ্রক্ষণ। মন্ত্র উচ্চারণ ও হোমের মধ্য দিয়েই সম্পন্ন হয় আচার অনুষ্ঠান।
অষ্টমীর অঞ্জলী আর বিকেলে সন্ধী পুজো- এই দুই শুভ ক্ষণে দেবীর কাছে প্রার্থনা জানালে বিশেষ কল্যাণ লাভ হয়, এটাই প্রচলিত বিশ্বাস।