এখন থেকে বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল কিম্বা অন্য কোন গুরুত্বপুর্ণ পেমেন্টর তারিখ ভুলে গেলে আর কোনো সমস্যা থাকবে না। PhonePe-তে যোগ হল নতুন দুটি গুরুত্বপূর্ণ ফিচার। এর মাধ্যমে সঠিক সময়ে পেমেন্ট মেটাতে আপনাকে আর মোটেও ঝক্কি পোয়াতে হবে না। PhonePe তার অ্যাপে ‘পেমেন্ট রিমাইন্ডার’ আর ‘অটোপে’—এই দুটি গুরুত্বপুর্ণ অপশন যোগ করেছে। ফলে এখন আর বারবার ক্যালেন্ডার দেখা কিম্বা ফোনে রিমাইন্ডার সেট করার প্রয়োজন নেই। সব কিছু এখন হবে এক অ্যাপ থেকেই, তাও আবার সহজে আর একেবারে সময়মতো।
অ্যাপের এই ফিচারটি মূলত এমন একটি সুবিধা যেখানে আপনি আগে থেকেই পেমেন্টের তারিখ বা কত পেমেন্ট করতে হবে তা সেট করে রাখতে পারবেন। এরপর নির্ধারিত তারিখে আপনি একটি রিমাইন্ডার পাবেন। চাইলে আপনার সেট করা অঙ্ক অনুযায়ী পেমেন্টও আপনা আপনি হয়ে যাবে।
যেমন ধরুন, প্রতি মাসের ৫ তারিখ আপনি বাড়ি ভাড়ার টাকা দেন। তাহলে আপনি PhonePe-তে সেই নির্দিষ্ট তারিখ, টাকার অঙ্ক আর যাকে পাঠাতে হবে- সব কিছু একবার সেট করে রাখলে প্রতি মাসের ঠিক ৫ তারিখ সকালে অ্যাপ আপনাকে মনে করিয়ে দেবে। আর আপনি যদি একধাপ এগিয়ে থাকেন, তাহলে অটোপে অপশন অন করে রাখলে সে দিন পেমেন্ট অটোমেটিক হয়ে যাবে।
কিভাবে রিমাইন্ডার সেট করবেন?

এই নতুন ফিচারটি পেতে আপনাকে শুধু অ্যাপটি আপডেট করতে হবে। তারপর অ্যাপে ঢুকে নিজের প্রোফাইলে গিয়ে একটু নিচে স্ক্রল করলেই ‘Reminders’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Add Reminder-এ গিয়ে আপনি আপনার মতো করে রিমাইন্ডার বানিয়ে নিতে পারবেন—কার কাছে পাঠাবেন, কবে পাঠাবেন, কত পাঠাবেন আর কত ঘন ঘন (দৈনিক/সাপ্তাহিক/মাসিক) পাঠাতে চান। চাইলে আপনি এখানে একটি মেসেজ যোগ করতে পারেন। এরপর সেভ করে দিন।
নির্ধারিত দিন এলে অ্যাপ আপনাকে কোথায় টাকা পাঠাতে হবে তা মনে করিয়ে দেবে।
PhonePe-র ছোট্ট অথচ কার্যকরী এই আপডেটটি অনেকের উপকারে আসবে। বিশেষ করে যাঁরা একাধিক পেমেন্টের দায়িত্বে থাকেন। বাড়ির খরচ, ইএমআই, বিদ্যুৎ বিল বা অফিসের ছোটখাটো বিল ইত্যাদি, তাঁদের জন্য এটি একরকম ভার লাঘবের মতোই কাজ করবে।