আগামী সপ্তাহেই লঞ্চ হচ্ছে ভিভো-র T-সিরিজের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন, ভিভো T4 5G। ভিভোর দেওয়া অফিসিয়াল বিবৃতি অনুযায়ী, ২২ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ করা হবে এই ফোনটি। ওই দিন থেকেই Flipkart ও Vivo-র অনলাইন স্টোর থেকে ফোনটি কেনার সুযোগও মিলবে। গত বছর মার্চের ২১ তারিখ লঞ্চ হয়েছিল ভিভো T3 5G স্মার্টফোন। ভিভো T4 5G হল T3 5G-র আপগ্রেডেড সংস্করণ। তুলনামূলকভাবে, T4 5G ফোনটি তাঁর পূর্বসূরির তুলনায় অনেক নতুন বৈশিষ্ট্য আনবে বলে আশা করা হচ্ছে।
ভিভো T4 5G ব্যাটারি- এই ফোনটির সবচেয়ে আলোচিত দিক হলো এর ব্যাটারি। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ভিভো T4 5G-তে থাকছে ৭৩০০ mAh ব্যাটারি – যা ভারতের বাজারে এই মুহূর্তে কোনো স্মার্টফোনে থাকা সবচেয়ে বড় ব্যাটারি বলে দাবি করা হচ্ছে। আর মজার বিষয় হল, এত বড় ব্যাটারি থাকা সত্বেও ফোনটির পুরুত্ব মাত্র 0.৭৮৯ সেমি হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ভিভোর তরফ থেকে প্রচারমূলক টিজারে ফোনটির দুটি ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এসেছে – নীল গ্রেডিয়েন্ট আর একটি গোলাপী ফিনিশ।
স্মার্টফোনে দীর্ঘক্ষণ গেম খেলা, ভিডিও দেখা বা ভারী অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে এই ফোন আদর্শ উঠবে। শুধু বড় ব্যাটারিই নয়, ফোনটিতে থাকছে ভিভোর নতুন ব্যাটারি প্রযুক্তি, যেখানে একসঙ্গে ব্লুভোল্ট অ্যানোড উপাদান এবং থার্ড জেনারেশন সিলিকন ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যাটারির পাওয়ার ডেনসিটি ১৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চার্জিং- ব্যাটারি যাতে অতিরিক্ত গরম না হয় সে জন্য এই ফোনে থাকছে ডাইরেক্ট ড্রাইভ পাওয়ার সাপ্লাই ও ট্রিকল চার্জিং সিস্টেম। এ ছাড়াও থাকছে কার্বন ন্যানোটিউব ও ন্যানো কেজ স্ট্রাকচারের মতো ব্যাটারি সুরক্ষা প্রযুক্তি, যা দীর্ঘদিন ফোনের কর্মক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। ভিভো নিশ্চিত করেছে যে T4 5G স্মার্টফোনটি 90W ফ্ল্যাশচার্জিং, এই রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করবে।

ভিভো T4 5G কালার- T4 5G-এর প্রমোশন টিজারে ফোনটিকে দুরকম কালার ভ্যারিয়েন্টে দেখা গেছে – একটি সবুজ-নীল গ্রেডিয়েন্ট এবং অন্যটি গোলাপি টোনে। ডিজাইন ও লুকের দিক থেকে ভিভো বরাবরের মতোই স্টাইলিশ কিছু দিতে চাইছে।
চিপসেট- এছাড়া প্রকাশিত টিজার অনুযায়ী, স্পেসিফিকেশনের দিক থেকে ভিভো T4 5G-তে ৬.৬৭ ইঞ্চির কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সম্প্রতি প্রকাশিত হওয়া অন্যান্য রিপোর্ট অনুযায়ী, মিড রেঞ্জের এই স্মার্টফোন চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেটে, যা ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। প্রসেসরের ক্লক স্পিড ২.৫ গিগা হার্জ হওয়ায় ইউজাররা শক্তিশালী পারফরম্যান্স পাবেন।
ওএস এবং স্টোরেজ- তার সঙ্গে এই ফোনে থাকছে অ্যানড্রয়েড ১৫ আর ভিভো-র নিজস্ব ফানটাচ ওএস ১৫ ইন্টারফেস। এছাড়া, আরো জানা গেছে যে ফোনটি তিনটি বিকল্প অপশনে মিলতে পারে যথা – ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়া, ফোনে বাড়তি পারফরমেন্স যোগ করতে ভার্চুয়াল RAM-এর ফিচারও থাকতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।
ক্যামেরা- প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, ফটোগ্রাফির জন্য ভিভো T4 5G ফোনে OIS যুক্ত ৫০ মেগাপিক্সেলের সোনি IMX882 প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা এবং একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
সাধারণ কানেক্টিভিটি ফিচার ছাড়াও এই ফোনে IR ব্লাস্টারও থাকতে পারে বলে জানা গেছে। ফোনটির থিকনেস হবে ০.৭৮৯ সেমি ও ওজন আনুমানিক ১৯৯ গ্রাম। জল ও ধুলো প্রতিরোধের জন্য এতে IP67 রেটিং থাকারও সম্ভাবনাও রয়েছে।