Strawberry Moon 2025: আজ, ১১ জুন বুধবার, জুন মাসের পূর্ণিমা। রাতের আকাশে দেখা যাবে পূর্ণিমার পূর্ণাঙ্গ চাঁদ। তবে, আজকের এই পূর্ণচাঁদ মহাজাগতিক ঘটনার দিক থেকে বিরল। বসন্ত ঋতুর শেষ পূর্ণিমার চাঁদ হিসাবে পরিচিত এই চাঁদের পোশাকি নাম হল ‘স্ট্রবেরি মুন’। এই চাঁদ শেষবার দেখা গিয়েছিল ২০০৬ সালের জুন মাসে এবং পুনরায় দেখা যাবে ২০৪৩ সালের জুন মাসে।
Strawberry Moon 2025: কেন এত নিচু চাঁদ?
এই পূর্ণিমার চাঁদ গত কুড়ি বছরের মধ্যে সর্বাপেক্ষা নিচু পূর্ণচাঁদ। ‘গ্রেট লুনার স্ট্যান্ডস্টিল’ নামক একটি মহাজাগতিক ঘটনার অংশ হিসাবেও এই বছরের ‘স্ট্রবেরি মুন’ বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতি ১৮.৬ বছর ছাড়া ছাড়া এই বিরল ঘটনা ঘটে। এইসময় চাঁদ এবং পৃথিবীর কক্ষপথের ঢাল এমন একটি চূড়ান্ত সীমায় এসে পৌঁছায় যখন পৃথিবীর আকাশে চাঁদের ওঠা-নামা হয় দিগন্তের সবচেয়ে কাছে। ফলে চাঁদকে অনেক নিচু থেকে দেখা যায়। চাঁদের এই অবস্থানকে বলে ‘মেজর লুনার স্ট্যান্ডস্টিল’। বলা বাহুল্য, এইরকম বিরল মহাজাগতিক দৃশ্য আবার দেখা যাবে ২০৪৩ সালে। তাই এবারের ‘স্ট্রবেরি মুন’ দেখার সুযোগ এক কথায় দুর্লভ।
Strawberry Moon 2025: চাঁদের রঙ কি সত্যিই স্ট্রবেরির মতো?
না, ‘স্ট্রবেরি মুন’ নাম শুনলেই মনে হয় চাঁদের রঙ বুঝি গোলাপি বা লাল। কিন্তু বাস্তবে তেমনটা নয়। এই নামের উৎপত্তির কারণ হিসাবে আছে আমেরিকার একটি আদিবাসী সম্রদায়ের সংস্কৃতি। এই জুন মাসে স্ট্রবেরি ফল পাকার সময়কে চিহ্নিত করার জন্য তারা এই নাম দিয়েছিল। এছাড়া ইউরোপ এবং ঔপনিবেশিক আমেরিকার বিভিন্ন সংস্কৃতিতেও এই নামের ব্যবহার দেখতে পাওয়া যায়। কেউ কেউ ফল পাকার সময় বোঝাতে এই চাঁদকে ‘বেরিজ রাইপেন মুন’ (Berries Ripen Moon) বলেই চেনেন।
Strawberry Moon 2025: কোথা থেকে দেখা যাবে এই চাঁদ?
ভারতের আকাশে আজ, ১১ জুন বুধবার, সূর্যাস্তের পর থেকেই দেখা যাবে এই চাঁদকে। সন্ধ্যার আলো পড়তেই দক্ষিণ-পূর্ব আকাশে ধীরে ধীরে উঠে আসবে পূর্ণাঙ্গ রূপ। সোনালি আভায় মোড়া এই পূর্ণিমার চাঁদ দেখলে মনে হবে সূর্যাস্ত যাওয়ার সময় কমলা রঙের মতো। এর ফলে আকাশের চাঁদকে দেখে মনে হবে অনেক বড়, ভারী ও রহস্যময়।