Google Android XR Glass: প্রযুক্তির উদ্ভাবনায় আমরা এমন একটা সময়ে এসে পৌঁছে গেছি যেখানে সব কিছু চাইলেই হাতের মুঠোয় পাওয়া যায়। যেমন ধরুন, পকেটের স্মার্টফোন বার না করেই আপনি জানতে পারলেন আপনার ফোনে কি মেসেজ এল। অথবা একজন বিদেশী মানুষের সাথে কথা বলার সময় ভদ্রলোক কি বলছেন আপনার মাতৃভাষায় সাবটাইটেল হয়ে সব ভেসে উঠছে আপনার চোখের সামনে। এমনকি, লাইভ নেভিগেশনের মাধ্যমে চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনার এবার কোন দিকে যাওয়া উচিৎ। মানে এক্কেবারে হ্যান্ডস ফ্রি। বিজ্ঞানের গল্প মনে হচ্ছে? হওয়ারই কথা। তবে এটাই এবার সত্যি হতে চলেছে গুগলের হাত ধরে। ২০২৫ সালের আই/ও গুগল ডেভেলপার ইভেন্টে এমনই একটি স্মার্ট চশমার ডেমো দেখানো হয়েছে টেক জায়ান্ট গুগলের তরফ থেকে। চশমার নাম হল অ্যান্ড্রয়েড এক্সআর গ্লাস (Android XR Glass)।
গুগলের অ্যান্ড্রয়েড এক্সআর চশমা দেখতে সাধারণ চশমার মতো, কিন্তু ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যতের প্রযুক্তি। তবে চশমার এই কার্যকারিতার নেপথ্যে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্ম আর গুগলের শক্তিশালী জেমিনি এআই।
গুগল বলছে, এই চশমা কেবল চোখের সামনে তথ্য তুলে ধরবে না, তার সঙ্গে বুঝে নেবে আপনি কোথায় আছেন, কি দেখছেন, এমনকি কি শুনছেন। আর সেই অনুযায়ী আপনাকে সাহায্য করবে একজন ব্যক্তিগত সহকারীর মত।
গুগলের এই চশমায় রয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার এবং এমনকি ইন-লেন্স ডিসপ্লে, যা আপনার চোখের সামনেই স্মার্টফোনের পর্দার মত তুলে ধরবে আপনার প্রয়োজনীয় তথ্য। আপনার সামনে থাকা ব্যক্তি ঘুণাক্ষরেও টের পাবে না আপনি কি দেখছেন। অর্থাৎ আপনার প্রাইভেসি বজায় রেখেই আপনার চোখের সামনে সব কিছু তুলে ধরা হবে।
কিন্তু, কিভাবে সম্ভব হল এই প্রযুক্তি? আসলে এর পেছনে কাজ করছে কোয়ালকমের বিশেষ এক্সআর চিপসেট এবং এক্সরিয়েলের নকশা ও নির্মাণ দক্ষতা। এক্সরিয়েল, গুগল এবং কোয়ালকম- এই তিন টেক জায়ান্ট মিলে গড়ে তুলেছে বিশেষ এই চশমাটি। গুগলের অ্যান্ড্রয়েড এক্সআর গ্লাস মেটা-র রে-ব্যান চশমাকে টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার বিলাসবহুল সানগ্লাস প্রস্তুতকারক সংস্থা জেন্টল মনস্টার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চশমা ব্র্যান্ড ওয়ারবি পার্কারের সাথে সহযোগিতা করে গুগল নতুন প্রজন্মের এই স্মার্ট চশমা নিয়ে আসছে।
সম্প্রতি একটি লাইভ ডেমোতে, গুগল দেখিয়েছে কিভাবে এই অ্যানড্রয়েড এক্সআর চশমা কাজ করবে। এই চশমা ব্যবহার করে দৈনন্দিন কাজ যেমন মেসেজ পাঠানো, অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা, নেভিগেশনের মাধ্যমে দিক নির্দেশনা, ছবি তোলা এবং আরও অনেক কাজ সহজেই করা যাবে। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল রিয়েল-টাইম ভাষা অনুবাদ। যেখানে দুজন ভিন্ন ভাষার মানুষ চশমায় ভেসে ওঠা লাইভ সাবটাইটেলের মাধ্যমে একে অপরের সঙ্গে সহজেই কথা বলতে পারছেন।
অ্যান্ড্রয়েড এক্সআর চশমা (Android XR Glass) বাজারে কবে আসবে তা নিয়ে গুগল এখনই কিছু খোলসা করে বলেনি। তবে আশা করা যাচ্ছে, প্রাথমিকভাবে ডেভেলপারদের জন্য আসতে পারে চশমার প্রথম সংস্করণটি।