২০২৫ সালের শুরুতেই টেকপ্রেমীদের জন্য নতুন চমক। গত মঙ্গলবার ভারতে লঞ্চ হল Insta360-র নতুন 360 ডিগ্রি অ্যাকশন ক্যামেরা- Insta360 X5। যারা ভিডিও বানাতে ভালোবাসেন, ব্লগ বা সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করেন, তাদের কাছে এটি নিঃসন্দেহে এটি একটি নতুন আকর্ষণ।
গত বছরে Insta360 তাদের প্রথম 8K 360° ক্যামেরা X4 বাজারে এনেছিল। নতুন এই Insta360 X5 হল তারই পরবর্তী সংস্করণ। তবে নতুন এই মডেলটি আগের মডেলগুলির চেয়ে আরও বড় সেন্সর, কম আলোয় ভালো পারফরম্যান্সের জন্য AI মোড, উন্নত ওয়াটারপ্রুফিং, আরো গভীর জলে যাওয়ার ক্ষমতা এবং বড় ব্যাটারি নিয়ে এসেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো- এই ক্যামেরায় লেন্সও বদলানো যাবে। ক্যামেরায় যদি স্ক্র্যাচ পড়ে, তাহলে আপনি নিজেই লেন্স পাল্টে নিতে পারবেন।
Insta360 X5: সেন্সর ও ক্যামেরা
নতুন X5-এ ব্যবহার করা হয়েছে 1/1.28 ইঞ্চির সেন্সর, যা আগের চেয়ে প্রায় দেড় গুণ বড়। তার মানে, এখন কম আলোয় ধরা পড়বে আরও বেশি ডিটেইলস, ফলে ছবির কোয়ালিটিও হবে অনেক উন্নত। Insta360-র নিজস্ব AI টেকনোলজি ব্যবহার করে এই ক্যামেরায় দেওয়া হয়েছে ‘PureVideo’ মোড যা কম আলোয় অনেক ভালো পারফরম্যান্স দিতে সাহায্য করবে। ছবিতে নয়েজ কমানোর সাথে সাথে ডাইনামিক রেঞ্জও ঠিক রাখবে। এই ক্যামেরার Active HDR মোড কাজ করে 5.7K রেজোলিউশনেও, তাও 60fps পর্যন্ত! উপরন্তু, এই ক্যামেরায় ব্যবহার হয়েছে নতুন Triple AI Chip সিস্টেম – যার মধ্যে একটি 5nm AI চিপ এবং দুটি Pro Imaging চিপ রয়েছে। সব মিলিয়ে আগের চেয়ে প্রায় দেড় গুণ বেশি কম্পিউটিং পাওয়ার নিয়ে ক্যামেরাটি কাজ করে।
Insta360 X5: ভিডিও রেকর্ডিং
ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে Insta 360 X5 নতুন মাত্রা যোগ করেছে। ক্যামেরাটি স্ট্যান্ডার্ড অবস্থায় 30 ফ্রেম রেট পার সেকেন্ডে 8K রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারে। এছাড়াও 60fps-এ 5.7K এবং 120fps-এ ৪K ভিডিও শুটিং করতে পারে। যারা অ্যাকশন ফুটেজ বা হাই স্পিড মুভমেন্ট ক্যাপচার করতে চান, তাদের জন্য এই অপশন দারুন একটি আপগ্রেড।

ক্যামেরাটির আর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো InstaFrame, অর্থাৎ এটি একসঙ্গে দুটি ভিডিও রেকর্ড করতে পারে- একটি Flat এবং অন্যটি 360° রেকর্ডিং। যারা দ্রুত কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতে চান, তাদের জন্য এই ফিচার বেশ কাজে আসবে। ফ্ল্যাট ভিডিওটি সঙ্গে সঙ্গে পছন্দের জায়গায় পোস্ট করে দেওয়া যায় এবং 360 ডিগ্রী ভিডিওটিতে পরে সময় নিয়ে কাজ করা যায়।
এছাড়া, Insta360 X5 ভিডিও রেকর্ডিংয়ের সময় অন্যান্য বৈশিষ্ট্য যেমন, টাইমল্যাপস, স্টারল্যাপস, লুপ রেকর্ডিং, বুলেট টাইম, রোড মুড এবং টাইমশিফট মুডও সাপোর্ট করে।
Insta360 X5: IP68 রেটিং
এবার Insta360 X5 অ্যাকশন ক্যামেরার IP68 রেটিং এর কথা বলি। IP68 রেটিংয়ের অর্থ হল এই ক্যামেরাটি ধুলো ও জলে পুরোপুরি সুরক্ষিত। এর আগের ভার্সনগুলোতে সাধারণত ক্যামেরাটি জলের 10 মিটার নিচে পর্যন্ত ব্যবহার করা যেত, কিন্তু বর্তমান ফিচারে X5 এখন 15 মিটার পর্যন্ত জলের নিচেও নিরাপদে ব্যবহার করা যাবে, সেটিও অতিরিক্ত কোনো কেস ছাড়া। এটি বিশেষ করে ডাইভিং, স্নোরকেলিং বা আন্ডারওয়াটার অ্যাডভেঞ্চার ভিডিও বানানোর সময় ও সুবিধা দেবে।
Insta360 X5: বিল্ট-ইন উইন্ড গার্ড
Insta360 X5 ক্যামেরার উল্লেখযোগ্য আর একটি বৈশিষ্ট্য হল এর বিল্ট-ইন উইন্ড গার্ড, যা রেকর্ডিংয়ের সময় বাতাসের শব্দ কমাতে সাহায্য করে। উইন্ড গার্ডের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে ক্যামেরা দিয়ে বাইরে শুটিং করার সময় বাতাসের শোঁ শোঁ শব্দ কমিয়ে দেয়। এর ফলে পরিষ্কার এবং উন্নত মানের অডিও রেকর্ড করা সম্ভব হয়।
Insta360 X5 ক্যামেরায় একটি ছোট ওয়্যারলেস মাইক্রোফোনও রয়েছে, যেটি রেকর্ডিংয়ের পাশাপাশি রিমোট কন্ট্রোল হিসেবেও কাজ করে।
Insta360 X5: ব্যাটারি ও চার্জিং
ব্যাটারির দিক থেকেও নজর কেড়েছে Insta360। নতুন X5-এ আছে 2,400mAh ব্যাটারি। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ক্যামেরাটি 5.7K/24fps মোডে প্রায় তিন ঘন্টা পর্যন্ত রেকর্ডিং করতে পারে। আর যদি আপনি 8K/30fps মোডে শুট করেন, তাহলে একবার ফুল চার্জে একটানা 88 মিনিট ব্যবহার করা যাবে। এর ব্যাটারি মাত্র 20 মিনিটেই 80 শতাংশ চার্জ হয়ে যায়।
Insta360 X5 দাম
ভারতের বাজারে Insta360 X5 এর দাম রাখা হয়েছে 55 হাজার 990 টাকা। যুক্তরাষ্ট্রে এটির দাম পড়বে 549.99 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম পড়বে প্রায় 47,000 টাকা।
অ্যামাজন এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই অ্যাকশন ক্যামেরাটি কিনতে পাওয়া যাবে।