স্বাদে ও গন্ধে সেরা পদ্মার ইলিশ, কারণ কি?

পদ্মার ইলিশ মানেই জিভে জল। ঝিরিঝিরি বর্ষায় পাতে এক পিস ভাজা ইলিশ পড়লে বাঙালির আর পায় কে? 

শুধু কি ভাজা ইলিশ? সরষে ইলিশ, ভাপা ইলিশ, দই ইলিশ, ইলিশ পাতুরি, স্মোকড ইলিশ, বাদ যায় না ইলিশের তেল অবধি।

কিন্তু ওপার বাংলার পদ্মার ইলিশের স্বাদ ওন্যান্য নদীর ইলিশের তুলনায় বেশি কেন?

আসলে, সমুদ্র থেকে নদীতে এলে ইলিশ খুব বেশি খাদ্য খায় না। সমুদ্রে থাকার সময়ই প্ল্যাঙ্কটন, ওয়াটার ফ্লি প্রভৃতি খাদ্য খাওয়ার ফলে মাছের শরীরে ফ্যাট বা চর্বির পরিমাণ বৃদ্ধি পায়।

বর্ষায় নদীর স্রোতের উজানে বা বিপরীতে ইলিশ দীর্ঘ পথ পাড়ি দেয়। এই সময় ইলিশের শরীরের চর্বি ভেঙে  ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। যাকে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা PUFA বলে।

সমুদ্র থেকে যত দূরে ইলিশ সাঁতার কাটে, ততই তার শরীরে ফ্যাটি অ্যাসিডের পরিমান বাড়তে থাকে, সেই সঙ্গে মাংস হয় মজবুত এবং মাছ হয় নরম।

পদ্মা নদীর শক্তিশালী স্রোত ও নদীপথ অনেক দীর্ঘ হওয়ায় ইলিশকে অনেকটা পথ পাড়ি দিতে হয়। তার ফলে মাছের শরীরে অতিরিক্ত ফ্যাটি অ্যাসিড জমা হয়। 

তাই দীঘা বা গঙ্গার ইলিশের তুলনায় পদ্মার ইলিশের স্বাদ এবং গন্ধ অনেক বেশি।