বলুন তো কোন অঙ্গ দিয়ে প্রজাপতি খাবারের স্বাদ নেয়? উত্তর কিন্তু জিভ নয়
Rounded Banner With Dots
১
আজ থেকে প্রায় ১০ কোটি বছর আগে প্রজাপতিরা পৃথিবীতে এসেছিল। প্রথম প্রজাপতির দেখা মিলেছিল উত্তর আমেরিকায়।
Rounded Banner With Dots
২
মথ থেকেই প্রজাপতির বিবর্তন হয়েছিল বলে জানা যায়। কেবল অ্যান্টার্কটিকা ছাড়া সারা বিশ্বেই প্রজাপতি দেখতে পাওয়া যায়।।
Rounded Banner With Dots
৩
ডিম, লার্ভা, পিউপা এই তিনটি ধাপ পেরিয়ে তবে প্রজাপতির জন্ম হয়। প্রথমে ডিম থেকে হয় শুঁয়োপোকা। তারপর প্রজাপতি।
Rounded Banner With Dots
৪
প্রায় ২০ হাজার রকমের প্রজাপতি দেখতে পাওয়া যায় আমাদের পৃথিবীতে।
Rounded Banner With Dots
৫
তবে অন্যান্য প্রাণীদের থেকে প্রজাপতি স্বভাবে ও বৈশিষ্ট্যে কিছুটা আলাদা। যেমন প্রজাপতির স্বাদগ্রহণকারী কোরক।
Rounded Banner With Dots
৬
অধিকাংশ প্রাণী স্বাদ গ্রহণ করে তার জিহ্বার মাধ্যমে। জিভের স্বাদকোরক কোন খাবারের স্বাদ কেমন বুঝতে সাহাজ্য করে।
Rounded Banner With Dots
৭
প্রজাপতির জিহ্বা নেই। প্রজাপতি তাই জিহ্বার মাধ্যমে স্বাদগ্রহণ করতে পারে না।প্রজাপতির স্বাদকোরক থাকে অন্য অন্য অঙ্গে।
Rounded Banner With Dots
৮
প্রজাপতির স্বাদকোরক থাকে তাদের পায়ে। তবে অ্যান্টেনা ও প্রোবোসিসেও কিছু কিছু স্বাদকোরক থাকে।
Rounded Banner With Dots
৯
Next Story
আরও গল্প পড়ুন