বলুন তো কোন অঙ্গ দিয়ে প্রজাপতি খাবারের স্বাদ নেয়? উত্তর কিন্তু জিভ নয়

Rounded Banner With Dots

আজ থেকে প্রায় ১০ কোটি বছর আগে প্রজাপতিরা পৃথিবীতে এসেছিল। প্রথম প্রজাপতির দেখা মিলেছিল উত্তর আমেরিকায়।

Rounded Banner With Dots

মথ থেকেই প্রজাপতির বিবর্তন হয়েছিল বলে জানা যায়। কেবল অ্যান্টার্কটিকা ছাড়া সারা বিশ্বেই প্রজাপতি দেখতে পাওয়া যায়।।

Rounded Banner With Dots

ডিম, লার্ভা, পিউপা এই তিনটি ধাপ পেরিয়ে তবে প্রজাপতির জন্ম হয়। প্রথমে ডিম থেকে হয় শুঁয়োপোকা। তারপর প্রজাপতি।

Rounded Banner With Dots

প্রায় ২০ হাজার রকমের প্রজাপতি দেখতে পাওয়া যায় আমাদের পৃথিবীতে।

Rounded Banner With Dots

তবে অন্যান্য প্রাণীদের থেকে প্রজাপতি স্বভাবে ও বৈশিষ্ট্যে কিছুটা আলাদা। যেমন প্রজাপতির স্বাদগ্রহণকারী কোরক। 

Rounded Banner With Dots

অধিকাংশ প্রাণী স্বাদ গ্রহণ করে তার জিহ্বার মাধ্যমে। জিভের স্বাদকোরক কোন খাবারের স্বাদ কেমন বুঝতে সাহাজ্য করে।

Rounded Banner With Dots

প্রজাপতির জিহ্বা নেই। প্রজাপতি তাই জিহ্বার মাধ্যমে স্বাদগ্রহণ করতে পারে না।প্রজাপতির স্বাদকোরক থাকে অন্য অন্য অঙ্গে। 

Rounded Banner With Dots

প্রজাপতির স্বাদকোরক থাকে তাদের পায়ে। তবে অ্যান্টেনা ও প্রোবোসিসেও কিছু কিছু স্বাদকোরক থাকে।

Rounded Banner With Dots