১ জুলাই থেকে ভাড়া বাড়ছে রেলে, বদলাচ্ছে তৎকাল টিকিটের নিয়ম
১
৫ বছর পর দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এর আগে ভাড়া বেড়েছিল ২০২০ সালে।
২
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ১ জুলাই, মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হচ্ছে। তবে ১ জুলাইয়ের পর ট্রেন ভ্রমণের জন্য যারা আগে থেকে টিকিট বুক করেছেন, তাদের ওপর নতুন ভাড়া প্রযোজ্য হবে না।
৩
সাধারণ ট্রেনে সেকেন্ড ক্লাস বা জেনারেল ক্লাস টিকিটে ৫০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া বৃদ্ধি হয় নি। তবে ৫০১ থেকে ১৫০০ কিলোমিটার ভ্রমণের জন্য ভাড়া বেড়েছে ৫ টাকা।
৪
ওই একই ক্লাসে ১৫০১ থেকে ২৫০০ কিলোমিটারের জন্য ভাড়া বাড়ছে ১০ টাকা এবং ২৫০১ থেকে ৩০০০ কিলোমিটার দূরত্বের জন্য ১৫ টাকা ভাড়া বাড়ছে।
৫
সাধারণ ট্রেনে স্লিপার ক্লাস এবং প্রথম শ্রেণীর অসংরক্ষিত টিকিটে ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে আধ পয়সা।
৬
নন-এসি মেইল এবং এক্সপ্রেস ট্রেনের স্লিপার, সেকেন্ড ক্লাস (জেনারেল) ও ফার্স্ট ক্লাসের সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে।
৭
এসি ফার্স্ট ক্লাস, টু-টায়ার, থ্রি-টায়ার এবং চেয়ার-কার, এই চার ধরনের সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২ পয়সা করে।
৮
তবে নিত্যযাত্রীদের মান্থলি ভাড়া এবং লোকাল ট্রেনের ভাড়ায় কোনো পরিবর্তন হচ্ছে না। বদল আসছে তৎকাল টিকিটের ক্ষেত্রেও।
৯
১০
তৎকাল টিকিটে বাধ্যতামুলক হচ্ছে আধার ও আধার ওটিপি। এছাড়া তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার ৩০ মিনিট পর এজেন্টরা টিকিট বুকিং করার সুযোগ পাবেন।