Weather Kolkata: বৃষ্টির সঙ্গে বাড়বে তাপমাত্রা, আগামী বুধবার পর্যন্ত শহরের আবহাওয়া
রাজ্যে জুড়ে আবার ঝড় বৃষ্টির পূর্বাভাষ দিল আবহাওয়া দপ্তর। কলকাতার আবহাওয়া নিয়েও রইল লেটেস্ট আপডেট
নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। তাপমাত্রা নেমেছিল অনেকটাই। স্বস্তি ফিরেছিল নগরবাসীর।
আজ শুক্রবার সকাল থেকে মহানগরীর আকাশ ছিল মেঘলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বেড়েছে। গতকালের তুলনায় আজ শহরে তাপমাত্রা থাকবে বেশি।
আজ শুক্রবারও শহর কলকাতার কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আগামিকাল শনিবারও শহরের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির পূর্বাভাষ রয়েছে। হাওড়া ও হুগলীর ক্ষেত্রেও আজ এবং কাল একই রকম বৃষ্টির সম্ভাবনা আছে।
তবে ৮ জুন, রবিবার থেকে মহানগরীর তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। আগামী সপ্তাহের মঙ্গলবার অবধি কলকাতার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আগামী সপ্তাহের বুধবার থেকে কলকাতায় আবার বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিনবঙ্গের বেশিরভাগ জেলায় পরের সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত কমবেশি বৃষ্টির পূর্বাভাষ রয়েছে।