Multiple Blue Rings

ভারতে কেবলমাত্র ৩ টি রাজ্যে চাষ করা হয় পোস্ত, কোন কোন রাজ্য জানেন?

CBulletin.com

Multiple Blue Rings

পোস্ত বলতে বাঙালি একেবারে পাগল। গরম ভাতে সপ্তাহে অন্তত একবার পোস্ত বড়া না হলে বাঙালির রসনাতৃপ্তি হয় না। 

Multiple Blue Rings

আলুপোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত, কাতলা মাছের সর্ষে পোস্ত, ইলিশ পোস্ত- পোস্ত মানে হাজারো পদের সম্ভার।

Multiple Blue Rings

ভারতে পোস্ত চাষের ইতিহাস দীর্ঘদিনের। ইতিহাস থেকে জানা যায়, দশম শতাব্দী থেকে উত্তর ভারতে পোস্ত চাষ হত। 

Multiple Blue Rings

মুঘল যুগেও ভারতের বিস্তীর্ণ অঞ্চলে পোস্ত চাষ হত। বর্তমানে পোস্তের সঙ্গে আফিমের সম্পর্ক থাকলেও অতীতে পোস্ত থেকে তৈরি আফিম বিভিন্ন রোগের ওষুধ তৈরি করতে কাজে লাগতো।

Multiple Blue Rings

পোস্ত চাষের উপর সরকারি নিয়ন্ত্রণ শুরু হয় মোঘল আমল থেকেই। এরপর তা পুরোপুরি কায়েম করে ব্রিটিশরা। ভারত স্বাধীন হওয়ার পর পোস্ত বা আফিম চাষের ওপর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের দায়িত্বে আসে।

Multiple Blue Rings

পোস্ত উৎপাদনে বর্তমানে সরকারি নিয়ন্ত্রণের পিছনে কারণ আছে। আফিমের নেশা থেকে বিশ্বকে মুক্ত করার জন্য রাষ্ট্রপুঞ্জ ১৯৬১ সালে পোস্ত চাষ পুরোপুরিভাবে নিষিদ্ধ করে।

Multiple Blue Rings

রাষ্ট্রপুঞ্জের শর্ত মেনে ১৯৮৫ সাল থেকে এদেশে পোস্ত চাষ নিষিদ্ধ হয়ে যায়। তবে ১৮৫৭ সাল থেকে বিভিন্ন আফিম আইনের মাধ্যমে ভারতে পোস্ত চাষ নিয়ন্ত্রিত হয়ে আসছিল। 

Multiple Blue Rings

বর্তমানে ভারতে সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিকস-এর পক্ষ থেকে যাঁদের লাইসেন্স দেওয়া হয় , কেবলমাত্র তাঁরাই পোস্ত চাষ করতে পারেন। 

Multiple Blue Rings

বর্তমানে ভারতে শুধুমাত্র উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ- এই তিনটি রাজ্যেই পোস্ত চাষের অনুমতি রয়েছে। এর মধ্যে মধ্যপ্রদেশের মন্দোসৌর এবং রাজস্থানের চিতরগড় ও ঝালাওয়ার জেলায় সবথেকে বেশি পোস্ত চাষ হয়।