আর লম্বা হবে না ট্রেনের 'ওয়েটিং লিস্ট', নয়া সিদ্ধান্ত রেলের

'ওয়েটিং লিস্ট' নিয়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। কনফার্মড টিকিট পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগ বহুদিনের।

সাধারণ সময়ে দূরপাল্লার ট্রেন বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফুরিয়ে যায় টিকিট। লম্বা হতে থাকে 'ওয়েটিং লিস্ট।'

অবস্থা সবথেকে খারাপ হয় উৎসবের মরশুমে। কয়েক মিনিটেই শেষ হয়ে যায় টিকিট। ২০০-৩০০ ওয়েটিং লিস্ট নিয়েও আশায় থাকেন যাত্রীরা।

দু'মাস আগে টিকিট কেটেও নিশ্চিত হতে পারেন না, যে ট্রেনে টিকিট কেটেছেন আদৌ সেই ট্রেনে ভ্রমণ করতে পারবেন কিনা।

তবে এখন থেকে আর হয়রানি হতে হবে না। যাত্রীদের সুবিধার কথা ভেবেই চালু হচ্ছে নতুন নিয়ম।

নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা টিকিটের সংখ্যা। 

রেলের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনের কোনো একটি শ্রেনীর যে আসনসংখ্যা, তার কেবলমাত্র ২৫ শতাংশ টিকিটই ওয়েটিং লিস্টে কাটা যাবে। তার বেশি নয়।

এর ফলে অসুবিধায় পড়বেন কিছু অসাধু এজেন্ট। ওয়েটিং লিস্টে নাম ঢুকিয়ে পরে  কনফার্ম করিয়ে দেব বললে এখন আর চলবে না।

তৎকাল টিকিটের ক্ষেত্রেও চালু হচ্ছে একই রকণ নিয়ম।

অন্যদিকে, আগে ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে প্রকাশ করা হত কনফার্মড লিস্ট। এখন তা পাওয়া যাবে ২৪ ঘন্টা আগে।