বাড়িতে লেবুগাছ থাকা শুভ না অশুভ? কোন দিকে লেবুগাছ লাগানো ভালো?
12 June , 2025
Title 3
বাড়ির বাগানে অনেকেই গাছ লাগাতে ভালোবাসেন। আবার প্রত্যেক গাছ লাগানোর সঙ্গে রয়েছে বাস্তু সম্পর্ক।
Title 3
_______________
বাস্তুশাস্ত্রে লেবুগাছের উল্লেখ রয়েছে। এক বিশেষ প্রজাতির লেবুকে তো আবার 'বুদ্ধের হাত' বলেও ডাকা হয়।
Title 3
_______________
তবে বাড়িতে কাঁটাযুক্ত গাছ রাখা খুব একটা সুখের বার্তা নিয়ে আসে না। লেবুগাছ হল কাঁটা জাতীয় গাছ।
Title 3
_______________
বাড়ি বলতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক, প্রেম ও ভালবাসা বোঝায়। আবার লেবু টক ফল হওয়ায় কোনো কিছু সাফ করতে বোঝায়। দুটো একেবারে ভিন্ন বিষয়।
Title 3
_______________
সেই কারণে, বাড়ির বাগানে লেবুগাছ রাখলে কোন দিকে রাখবেন সেটা জানা একান্ত প্রয়োজন।
Title 3
_______________
বাড়িতে লেবুগাছ লাগালে কখনও বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে পুঁতবেন না। বাস্তুমতে এটি অশুভ।
Title 3
_______________
বাড়ির বাগানে একটু দূরের কোন জায়গায় লেবুগাছ লাগানো যায়। তবে ঘরের মধ্যে তো একেবারেই নয়।
Title 3
_______________
বাড়ির বাগানে একটু দূরের কোন জায়গায় লেবুগাছ লাগানো যায়। তবে ঘরের মধ্যে তো একেবারেই নয়।
Title 3
_______________
Disclaimer: এই প্রতিবেদনে তুলে ধরা বক্তব্য বিভিন্ন প্রচলিত বিশ্বাস এবং তথ্য থেকে নেওয়া হয়েছে। এ বিষয়ে CBulletin.com-এর কোনো দায় নেই। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলা হচ্ছে।