AC লোকাল ট্রেনের ভাড়া কত হবে? কোন রুটেই বা চলবে? জেনে নিন বিস্তারিত
সিবুলেটিন.কম
AC Local Train নিয়ে যাত্রীদের উৎসাহের শেষ নেই। এর মধ্যেই বড় ঘোষণা করল ভারতীয় রেল।
প্রকাশিত খবর অনুযায়ী শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় চালু হতে পারে এই ট্রেন। তবে রেলের তরফ থেকে সরকারিভাবে এখনো কিছু ঘোষণা করা হয় নি।
AC Local Train-এর ভাড়া কত হবে তা নিয়েও নিত্যযাত্রীদের মধ্যে রয়েছে যথেষ্ট কৌতূহল।
জানা যাচ্ছে, এই ট্রেনে শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত, অর্থাৎ ১০ কিলোমিটার যেতে ভাড়া লাগতে পারে ২৯ টাকা।
১৫ কিলোমিটার ভ্রমণে ভাড়া লাগতে পারে ৩৭ টাকা। ব্যারাকপুর পর্যন্ত যেতে ভাড়া গুনতে হতে পারে একটু বেশি, ৫৬ টাকা।
আর কৃষ্ণনগর অবধি যেতে টিকিটের দাম পড়তে পারে ১৩২ টাকা। যা সাধারণ লোকালের ভাড়ার তুলনায় অনেকটাই বেশি।
তবে যাত্রী সুবিধার্থে সাপ্তাহিক, পাক্ষিক এবং মান্থলি টিকিট কাটার সুবিধাও থাকতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে।
AC Local Train-এ চাপার সুবিধা অনেক। আরামের সঙ্গে রয়েছে সিসিটিভি নজরদারি, প্রশস্ত বসার এবং জিনিসপত্র রাখার জায়গা। যাওয়া যাবে মেট্রোর মত এক কামরা থেকে অন্য কামরায়।
প্রসঙ্গত উল্লেখ্য, মুম্বই এবং চেন্নাইয়ের পর বাতানুকুল লোকাল পাচ্ছে এ রাজ্য। আপাতত ১২ কামরার ট্রেন চলবে বলে জানা যাচ্ছে। রেলের তরফ থেকে সরকারি ঘোষণা হলে রুট এবং ভাড়া সহ অন্যান্য তথ্য বিস্তারিত পাওয়া যাবে।